কতই দেখেছি কাছের বন্ধু রক্তের আপনজন,
দূর থেকে বলে আয় কাছে আয়-
কাছে গেলে বিভাজন।
মন্ত্রমুগ্ধ সততার বানী সাহায্যকারী হাতে,
চেপে ধরতেই বিরক্ত মুখ এপাশ ওপাশে কাটে।


নকল আবেগে চোখের পানিতে ভাসিয়ে দিয়ে বুক,
পেছনে যেতেই হাহা কলরবে হাসিতে ভাসায় মুখ।
দুঃখের কথা দুঃখী শুধু জানে সুঃখের কথা সুখী,
জীবন যাতনা কেবলি যেন তা অপ্রাপ্তি অভিমুখী।


এখানে কেবল নিজেকে নিয়েই ব্যস্ততা অবিরাম,
কে কোথায় গেল, খেলো কি নাখেলো- নেই কোন সমাধান।
হাজারো বেকার রাস্তায় ঘুরে, আবেগ এখানে স্থির,
মানুষে মানুষে মিল কি করে হবে- সবাই খুব অস্থির ।


এখানে পাপেরা খুব সোঁজা মেলে,
পূন্যতা খুঁজে লাভ নেই,
ভাল কাজে করি প্রশ্ন হাজার,
খারাপ গুলোতে তাঁলি দেই।।।


১৬/০২/২০২০
গাজীপুর, বাংলাদেশ।