তুমিই বাংলাদেশ


বঙ্গবন্ধু প্রিয় তুমি তাই চির স্মরণীয় রবে,
কে জানতো হায় তোমার কারনে এ বাংলাদেশ হবে?


তোমার ডাকেতে যখন এদেশে সংগ্রাম দানা বাঁধে?
কৃষক, শ্রমিক, ছাত্র জনতা কাঁধ মিলিয়েছে কাঁধে।


পাকিস্তানের সৈর শাসন ছড়ালো যখন ত্রাস,
৭ই মার্চের ভাষণ তোমার বাংলার ইতিহাস।


রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব যদি লাগে,
তোমার ভাষনে সারা বাংলায় যুদ্ধ ঘন্টা বাঁজে।


পঁচিশের রাতে হঠাৎ ঢাকা ভরলো রক্ত লাশে,
বাঙালীর কাছে তুমি ছাড়া আর কেউ ছিল নাতো পাশে।


কেউতো জানেনা, জানো শুধু তুমি -বাংলাকে ভালোবেসে,
চেয়েছো কেবল বাঙালীর ভালো, শান্তি সুখের দেশে।


সুজলা সুফলা শষ্য শ্যামলা এদেশ তোমার আশা,
বিনিময়ে শুধু চেয়েছো কেবল বাঙালীর ভালোবাসা।


স্বপ্ন দেখেছো এই দেশ হবে পৃথিবীর চির সুখি,
তোমার বুকেতে ঠাই পেয়েছিল গরিব অভাগা দুঃখী।


বিশ্বাস করে বাঙালীরে ঘরে নিজে দিয়েছিলে ঠাই,
সেই বাঙালীই তোমার বুকেতে বিধালো বুলেট ঘাই।


এত যে স্বপ্ন কতশত আশা উন্নত সুখি  দেশ,
কালো মেঘে যেন ঢেকে গেল তাই আকাঙখা হল শেষ।


তোমার ধর্ম, তোমার কর্ম, আদর্শ গুলো বয়ে,
বেঁচে আছে আজও কোটি বাঙালীরা  যাবেনা কখনো ক্ষয়ে।


বঙ্গবন্ধু তুমি স্বাধীনতা, আদর্শ সবিশেষ,
বাঙালীর মাঝে অমর তুমি, তুমিই বাংলাদেশ।


মুজিব শতবর্ষ