ভালোবাসি আমি স্বার্থ ছাড়াই,
নিজেকে যেমন বাসি,
অল্প প্রাপ্তি তুষ্টি ভিশন মানুষের পাশাপাশি,


রক্তে আমার প্রিয়তার নেশা,
মগ্ন সদাই  হাসি,
অর্থতে নয়, বিত্ততে নয় প্রান দিয়ে ভালোবাসি।


স্বর্নকারতো স্বর্ন বানায়,
আমি যে বানাই মায়া,
মায়াতে আমার ভালোবাসাবাসী শান্তি সুখের ছায়া।


দূর্বলেরে বড় ভালোবাসি সবলের চেয়ে বেশি,
অহংকারীরে তত ঘৃনা করি দিন বা অহর্নিশি।


এক জীবনের সকল প্রাপ্তি ভালোবাসা দিয়ে খুঁজি,
স্বার্থের কথা ভুলে গিয়ে আমি ভালোবাসা করি পুঁজি।


নোংড়া যাদের চিন্তা চেতনা,
নোংড়া যাদের পেশা,
ভুল করে যেন না হয় আমার তেমন লোকেতে মেশা।


ভালোবাসি আমি ভালোবাসা চাই,
বাঁচি ভালোবাসাতেই,
ভালোবাসা পেলে ভালোবাসা দেই এ বাকি দেবার নেই।।


১৭/০২/২০২০
গাজীপুর, বাংলাদেশ 🇧🇩