শিল্প মানে স্বেচ্ছাসারিতা।
শিল্প মানে সভ্যতার নির্মল পুষ্পকে ধরে বেঁচে থাকা
শিল্প মানে ধানক্ষেতে কৃষকের ক্ষুদা নিবারনের ক্ষুদ্র প্রয়াস
শিল্প মানে চাঁদের সাথে জ্যোৎস্নার তাৎপর্য খোঁজা
শিল্প মানে মেঘের সাথে বৃষ্টির অদ্ভুত স্লান।


শিল্প মানে অষ্টাদশী তরুনির সাথে গোপন কথোপকথনে মেতে উটা
শিল্প মানে এক কাপ আদা চা, আর দুজনার বৃষ্টি উপভোগের বিষয়
শিল্প মানে বেঝা শাড়িতে তোমার বুকের কাঁপুনি
শিল্প মানে তরুনির কপালে টিপ, খোলা চুলে খোলা আকাশে উড়ে বেড়ানো
শিল্প মানে মানার অধিকার,আর না মানার স্বাধীনতা


শিল্প মানে একুশের প্রথম প্রহরের প্রভাত ফেরি,
শিল্প মানে কালো সাদার সংমিশ্রণ,
শিল্প মানে ক্যানবাসে রং তুলির নগ্ন মহড়া
শিল্প মানে সাহিত্য বৈরিতা না করা
শিল্প মানে উড়তে চাই, উডতে দাও