তুমি জীবনানন্দের বনলতা হয়ে
আমি অবাস্তব হুমায়নের হিমু হয়ে
তুমি শরৎের পার্বতী হয়ে
রুদ্রের প্রেমময়ই অবিলাস
নজরুলের গোপন প্রিয়ার ছন্দ্রময় নৃত্য
হাফিজের কষ্টময় প্রেমময় সুর
জসিমের রাখালির রক্তিম হাত
লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসার হাসি
আবার এসেছ স্বরূপ হয়ে
কৃষ্ণ কলির মত কপালে টিপ দিয়ে
অবিরাম মুখের অবয়ব
আজো ছেয়ে থাকা
শতাব্দির সহস্র দিন
সহস্র বিষণ্ণতা
সহস্রবার শূন্য মানবের মত
আজো নিঃসঙ্গ মৃত মানবের মত
বেঁচে থাকার নির্লিপ্ত প্রেম
নির্লিপ্ত গোপন প্রেমের ,শুঁকুনের প্রলাপ
নির্বাক চোখে ,
কষ্টের প্রেম,
কান্নার প্রেম
এখানেই যোজন বিয়োজনতার বৈরিতা..