প্রিয় হাসি,
নিথর রাতে জোনাকির আলোই।
তোমার জন্য কমরেডরা আজ লাল মিচিলে।
তোমার জন্য নকশালরা আজ আবারো রেড করিডোরে
সমস্ত বিস্তীর্ণ চরণ ভূমিতে আজ তোমার বিদ্রোহে,
যেখানে তুমি আছো প্রিতিলতার মত প্রতিবাদি মুখর হয়ে সায়ানাইড বিষ নিয়ে,
আর আমি ক্ষুদিরামের মত ফাসির মঞ্চে,
নির্বাক পৃথিবীতে অশ্রু দিতে।


প্রিয় হাসি,
তুমি অবাক হবে জেনে।
তোমার হাসির শব্দে হাজার মাইল ধুরে থাকা হিরোশিমা-নাগাসাকি জীবন্ত হয়ে উটছে।
আর তোমার কান্নায় গাছ গুলো যেন যুদ্ধের নির্মমতা টের পাচ্ছে ,
তোমার জন্য হঠাৎ টোকিওর তুসারপাত গুলো যেন ভয়ংকর ঝডের মত।


সর্বোপরি তুমি কি জানো,
তুমি তোমার হাসির মত সুন্দর ।
তুমি জানো তোমার হাসিতে আমি জ্যোৎস্নার তাৎপর্য খুজি।
কিন্তু তুমি নেই বলে জ্যোৎস্নারাও আজ অনশনে।
পূর্ণিমার চাঁদ টা যেন সংজ্ঞা লঘু


প্রিয় হাসি ,
তুমি হলে ঈশ্বর হাতে জলন্ত মশাল।
আর ভালবাসার অগ্নি মূর্তি।
যেখানে আমার মাঝে তোমার কিছু নির্লিপ্ত চরিত্র।