মাগো জন্মেছি তোর বুকে
ও মা ঘুমাবো তোর কোলে,
আসবে যত বাধা
জয় করবো সব মোরা,
ভয় নেই তোর মা।
ভয় কেন তোর মা?
বায়ান্ন তে ছিনিয়ে নিতে
পেরেছে কি ওরা,
ও মা তোরই দেওয়া ভাষা!
একাত্তরে দেখিস নি মা?
বিজয়ের পতাকা!
ভয় নেই তোর মা
পারবে নাকো ওরা।
ভয় কেন তোর মা?
নয় মাসে ত্রিশ লাখ
আঠার মাসে ষাট,
তোর সন্তান অনেক বেশি মা
ওরা মারবে কত লাখ?
ভয় নেই তোর মা
হারবো নাকো আমরা!
ভয় কেন তোর মা?
ভয় নেই তোর মা,
আমরা আছি তোরই কাছে
ওমা থাকবো তোরই পাশে,
সারাটি জীবন মাথা রেখে মা
ঘুমাবো তোর কোলে।