ঈদ মানে আনন্দ
ঈদ মানে সুখ
ঈদ মানে দুঃখ ভুলে
সুখের সমুদ্দুর!
ঈদ মানে হারিয়ে যাব
দূর অজানায়,
ঈদ মানে মায়ের হাতের
বাহারি সেমাই।


কারো কারো কাছে আবার
ঈদ মানে দুখ,
বাবার কথা মনে হলেই
মুছে যায় সব সুখ!
গত বছর বাবা ছিল
আজ তো বাবা নেই!
বাবার দেয়া নতুন টাকা
সেত আজ স্মৃতিতেই।


পাশের বাড়ির রহিম উদ্দিন
বাবা দিনমজুর!
বাবার কাছে বায়না তার
নতুন জামা কাপড়।
নুন আনতে পান্তা ফুরায়
কি করবে সে?
তবুও রহিম বাবার সাথেই
ঈদ তো কাটাবে!!