মাঝে মাঝে তোকে নিয়ে আমার খুব ভয় হয় রে
তুই ভালো আছিস তো হৃদপিন্ড?


তোর সেই আবেগ জড়ানো কথা গুলো
বার বার যখন আমার মস্তিষ্কের করা নারে
হে রে হৃদপিন্ড, তখন খুব কষ্ট হয় রে!


মনে আছে? তুই আমাকে বলতিস-
তুই যখন থাকবি না কেমনে রবো আমি!
দেখ আমি ঠিকই আছি-হেরে জীবিতই আছি
কিন্তু তুই চলে গেছিস অন্য শহরে!
ওই শহরটাও কি তুই জাগার আগেই জেগে উঠে?
সেওকি আমার মতোই তোর সব ইশারাই বোঝে?
তুই ভালো আছিস তো হৃদপিন্ড?


তোর যত সব খামখেয়ালি বায়না ছিল আমায় ঘিরে
আমিও নাছর বান্দা ঐ চাঁদটাকেও এনে দিতাম তোর হাতের মুঠে!
ওই শহরটাও কি আমার মতোই জোছনা বিলায় তোর শহরে?


তোকে নিয়ে আমার খুব ভয় হয় রে হৃদপিন্ড-তুই ভালো আছিস তো?