১৮৯৯ সালের আজকের এই দিনে তুমি পৃথিবীতে এলে
চাঁদের মতো আলো নিয়ে সোনার বাংলা সাজাতে!
তুমি জীবনানন্দ, তুমি কবি, তুমি কবিতার স্বর্গ; তুমিইতো কবিতা।
তোমার কবিতার মাঝে নক্ষত্রের সাজে, লুকায়িত আছে
কত সুখ, কত দুঃখ, কত আনন্দ, কত বেদনা!
প্রকৃতি আর প্রকৃতির সৌন্দর্য তোমার কবিতার-
রাজমুকুট হয়ে আছে আজও পাঠকের মাঝে!
তোমার কাব্যে আঁকা ছন্দময় কবিতার সুখ গুলো কুড়িয়ে নিয়ে
আনন্দিত হয় কত পাঠক,
আর দুঃখ গুলো ভাগ করে নেয় তোমার কবিতার সাথে!
তুমি কবি, তুমি কবিতার স্বর্গ; তুমিইতো কবিতা।
তুমি আমাদের জীবনানন্দ-তুমিই রূপসী বাংলা!!