এসেছো তুমি পৃথিবীতে
থাকবে নাকো বেশিদিন,
চলে তো তোমার যেতেই হবে
এই ভাবনায় কাটাও দিন।
একটু শুধু ভাব!
কে দিল ঐ চোখ?
চক্ষু রচনা করেই দেখ,
খুঁজে পাবে তুমি সব।
একটু শুধু ভাব!
কে দিল ঐ চাঁদ?
যাহার আলোয় আলোকিত,
হয়ে যায় কালো রাত।
একটু শুধু ভাব!
দিন যদি না হতো?
সকাল বেলায় সূর্য মামা,
যদি আলো না ছড়াত।
একটু শুধু ভাব!
কে দিল এই সব?
কার ইশারায় চন্দ্র-সূর্য
চলছেই অবিরত।
এবার তার রচনা কর!
পৃথিবী ছেড়ে যাবার পরে
থাকবে তুমি ভাল।