স্বাধীনতা তুমি এসেছিলে
অনেক গুলো তাজা প্রাণের বিনিময়ে,
এসেই চলে যেতে হল!
কেন হে স্বাধীনতা?
ছলনাময়ী প্রেমিকের মত-
তুমি পারলে চলে যেতে?
ও তোমার আরো রক্ত লাগবে?
হে আমাদের আছে অনেক রক্ত!
বলইনা তোমার কত রক্ত চাই?
শুধু একবার বলো-আর ছেড়ে যাবে না তো!
তুমি তো জানো-
ব্যর্থ প্রেমিকার বুকে কতই না জ্বালা,
এই জীবনানন্দের রূপসী বাংলা
তোমার শোকে আজ বড়ই দিশেহারা,
আসই না ফিরে হে স্বাধীনতা আরেকবার
শক্ত করে জড়িয়ে ধরো
এই ধান শালিকের জননীকে!
যেন কোন অপশক্তিই ছিনিয়ে নিতে না পারে
তোমার প্রেমিকাকে!!