বন্ধু তোকে ভুলতে চাইলেই কি আর ভুলা যায়
না রে, ভুলা যায় না!
মনে কি পরে ফাগুনের সেই শেষ বিকেলের কথা
ও মনে পরেনা?
সেই দিন তোর পরনে ছিল হলুদ শাড়ি!
আমি বরাবরই সাদা কালো, সেদিনও পরেছিলাম সাদা পাঞ্জাবি
বসন্তের অনেক গুলো তাজা ফুল হাতে দাঁড়িয়ে ছিলাম আমি,
তোর খোপায় গেথে দিয়েছিলাম বাসন্তী ফুল!
এখনো মনে পড়েনি?
সেই দিন তুই কথা দিয়েছিলি এই হাত কখনো ছাড়বিনা
আমায় ছাড়া নাকি তুই বাচবি না!
কপালে চুমু খেয়ে জোর গলায় বলেছিলি
হয়তো একদিন ফাগুন আসবেনা
সেদিন ও রঙ ছড়াবো তোর মনে ফাগুনেরই রঙে!
ও সব ভুলে গেছিস তাইনা?
আবেগের কথা ছিল তো-তাই হয়তো ভুলে গেছিস!
তুই কথা রাখিস নি কিন্তু প্রিয়তমা ফাগুন ঠিকই কথা রেখেছে
আসবে বলে ছিল সে ঠিকই ফিরে এসেছে!
বন্ধু ফাগুনের এই দিনে তোকে খুব বেশি মনে পরে রে!!