আমার লজ্জা লাগে কিছু বলতে
তবুও নির্লজ্জের মতো বলে যেতে চাই
ত্রিশ লক্ষ শহীদের রক্ত ভূমি আজও ভালো নাই।
এখানে স্বাধীনতা বিরোধীরা নেতৃত্ব দেয়
এখানে স্বৈরাচারেরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়!


এই উন্নয়নশীল দেশেই কিছু মানুষ আছে-
যারা রাস্তায় খায়, রাস্তায় হাগে আবার রাস্তাতেই  ঘুমায়।
যেই দিন এই মানুষ গুলো বলবে বাংলাদেশ ভালো আছে
সেই দিনই বাংলাদেশ স্বাধীন হবে।


বান্দরবানের পাহাড়িদের অবহেলিত জীবন যাত্রা,  
রিক্সাওয়ালা ভ্যানওয়ালা এবং ফুটপাতে ঘুমানো মানুষেরা,
ঢাকার রাস্তায় রাস্তায় অর্ধনগ্ন ঘুরে বেড়ানো পথশিশুরা
এই উন্নয়ন শীল দেশে এরা কারা, কোন গ্রহ থেকে এদের আগমন?
যেই দিন এই মানুষ গুলো বলবে বাংলাদেশ ভালো আছে
সেই দিনই বাংলাদেশ স্বাধীন হবে।


আমার দেশের মানুষের খাবার নাই অথচ আমরা ভিনদেশিদের ক্ষুধা মিটাই
আগে মৌলিক অধিকার চাই-তারপর রাস্তা ফ্লাইওভার আর পদ্মা সেতু