কান্নার নাকি কোনো রঙ নেই-ভুল
কান্নারও একটা রঙ আছে!
মানুষকে বলতে শুনেছি
সুখেও নাকি মানুষ কান্না করে
আমি জানিনা সে আবার কেমন সুখ,
হ্যা সুখেরও একটা কষ্ট আছে
হয়তো সেই কষ্টেই মানুষ কান্না করে!
সেই সুবাদে কান্নার নাম কষ্টই বলা যেতে পারে।


মানুষের শরীরে আঘাত করলে যে রক্ত প্রবাহিত হয়
সেই রক্তের রঙ লাল,
আর মনের শরীরে জখম হলে
যেই রক্ত ঝরে পরে, সে কালো-অন্ধকার কালো!


কালো  মানে অন্ধকার
অন্ধকার মানে শোক-অথবা কষ্ট
আর কষ্ট মানেই তো কান্না-
হ্যাঁ এই কান্নার রঙই কালো!