বাংলার মাটিতে জন্ম নিয়েছি শিখেছি বাংলা ভাষা,
বাংলার মাটি বুকে শুয়ে থাকব এইত মনের আশা।


বাঙালির শুরু বাংলা দিয়ে বাংলাতেই হবে শেষ,
তবে কেন তুমি মাঝ পথে এশে ধরেছ ইংলিশ?


কবির বিবেক ধমকে গেছে দেখে বাংলার মানুষ,
তাই কবি লিখছে আজ,ফিরবেকি একটু হুশ?


ভাষা দিবসের দিনটি পালিত হয় সেটিও ইংলিশ!
ভাষা দিবসের প্রধান বক্তার বক্তৃতায় মিশ্রিত ইংলিশ।


নিজেকে আজ বিজ্ঞজন বোঝাতে প্রয়োজন ইংলিশ,
এযেন বাংলা ভাষায় জন্ম নিয়েছে এক নতুন বাংলিশ!


মায়ের ভাষাকে করছ ছোট ভেবেছ কী একটু খানি?
ভুলেকি গিয়েছ তুমি বায়ান্নের সেই অমর ঘোষণা?
আ-মরি বাঙালা ভাষার শ্লোগান খানি?