কাল বৈশাখি ঝড় তোমায় ডাকছি আমি শোন;
একটি বার থেমে তুমি আবার শুরু কর।


কিলাভ তুমি পাচ্ছ বল, গরিবের কুড়েঘড় ভেঙ্গে?
কিলাভ তুমি পাচ্ছ বল, গরিব মাঝির
পেট চালানো নাও ডুবিয়ে দিয়ে?


অসহায় অবলা পাখির ঘড় ভেঙ্গে দিয়ে,
তোমার কি কোন লাভ আছে?


ভাঙ্গতেই যদি হয় তবে ভেঙ্গে দাও,
ঐ জালিমের আত্যসাধ কৃত প্রাসাদ।


ধসাতেই যদি হয় তবে ধসিয়ে দাও,
ঐ ব্যাভিচার রচিত পতিতালয়ের প্রাসাদ।


গুড়িয়ে দিলে দিতে পার তুমি ঐআস্তানা,
যেখানে চলছে মদপান,তাস,জুয়া আর
অসামাজিক ব্যাহায়াপনা।


জানিনা আমি,মানবে কী মানবেনা তুমি,
আমার এই ছোট্ট নির্দেশনা!!