আমার বাড়ি
জাকিরুল চৌধুরী


আমার বাড়ি এসো ঝুমা
বসতে দিবো পিঁড়ে,
কদর যে করতে দিবো
আটাশ ধানের চিড়ে।
আটাশ ধানের চিড়ে দিবো
বত্রিশ ধানে খই
খইয়ের সাথে আরো দিবো
পাত্রে বরার দই।
আমার বাড়ি এসো লিমা
বসতে দিবো পিঁড়ে,
আদর যে করবো তোমা
নাতি ধানের চিড়ে।
সাথে দিবো আর-ও খেতে
কলা আর দই,
তার সঙ্গে আরও দিবো
গামলা বরা খই।
আমার বাড়ি এসো সেলিনা
বসতে দিবো খাটে,
সোহাগ যে করতে দিবো
উনত্রিশ ধানে সাথে।
উনত্রিশ ধানের খই দিবো
পোলাও ধানের খির,
তার সঙ্গে আরও দিবো
শেষে খাওয়া নীর।
আমার বাড়ি আইসো জুঁই
বসতে দিবো পিঁড়ে,
আদর যে করতে দিবো
উনত্রিশ ধানে চিড়ে।
আমার বাড়ি নতুন ঘরে
আসবে আবার কবে,
আমার বাড়ি নতুন ঘরে
আমার বিয়ে হবে।