বাবা তুমি
জাকিরুল চৌধুরী


বাবা তুমি কোথায় আছো দেখিনা কদিন ধরে,
তোমার আদর আজ শুধু যে বড়ই মনে পড়ে।
হাট থেকে আনতে চকলেট লাগতো বড্ড মজা,
আদরের বেলায় আদর দুষ্টুমি সময় দিতে সাজা।
বাবার কুলোয় উঠে আমি কপালে দিতাম চুমু ,
আজ নেই তো আমার বাবা চুমু কোথা আমি দিমু।
বাবার মতো এজগতে হয় না কেহই তুলনা,
বাবা তোমার আদর কদর কবুও ভুলবো না।