একবার পাখি উড়ে গেলে আসে না ফিরে,
যতই তুমি ডাকো তাকে ফিরবে না তীরে।
পোষা পাখি উড়ে গেলে শূন্য খাঁচা পড়ে রয়,
যতই করো ডাকাডাকি বাঁধন কি আর শক্ত হয়।
পাখিকে তুমি যতই পোষো দুধ,কলা আর ভাতে,
একদিন পাখি সুযোগ ফেলে যাবে উড়ে তাতে,
তুমি নীড় হারা পাখির মতো করবে চটপট,
ছিঁড়া দেহে বাঁধন দিলে তবুও করবে লটপট।