ভাষার গান
জাকিরুল চৌধুরী
  
দেখো চেয়ে বাংলা র বক্ষে
বাজছে ভাষা গান,
বাংলা আমার শহীদ এর
রক্তে দেওয়া দান।
চেয়ে দেখো বাঙালির বুকে
বইছে ভাষার ঢেউ
বাংলা আমার রক্তে কেনা
বিদেশে জানে না কেউ।
ভাষার জন্য হয়েছে শহীদ
হাজারো বাঙালি
শহীদদের জন্য আজ মোরা
বড়ই কাঙালি।
বাংলা আমার মায়ের ভাষা
বাংলা সবে প্রাণ
ভাষা রক্ষা করতে গিয়ে
দিয়েছে শহীদ জান।
সালাম বরকত রফিক  সবে
ভাষা রক্ষা করতে
শত্রুদের অস্ত্রে সামনে
জীবন বাজী ধরতে।
চেয়ে দেখো ঝড়ছে অক্ষর
শহীদ এর থেকে
রাজ পথে তাজা রক্ত
তাদের মুখে মেখে