বন্ধুতের এক যুগ
জাকিরুল চৌধুরী


প্রাথমিক বিদ্যালয়ের সকল বন্ধুদের উৎসর্গ লেখা


নেইতো কারো সঙ্গে কারো দেখা পেরিয়ে এক যুগ,
সবাইকে হারিয়ে আমি কিভাবে পাই যে সুখ।
সেই স্কুল সেই মাঠ আগের মতোই আছে,
আমি হয়নি বদল সবাই বদলিয়ে গেছে।
কেউ চিনে বা কেউ চিনে না এই দুঃখে মরি,
অতীত মনে হলে যেন দিন গুলোকে ধরি।
সেই স্মৃতি হলে মনে রাতে একা কাদি,
কেউ করেছে বিয়ে আবার কেউ করেছে সাদি।
কেমনে গেলো দিন সবার কেমনে গেলো রাত,
বন্ধুতের এক যুগ পেরিয়ে আজ হয়েছে প্রভাত।