বসন্তের গান
জাকিরুল চৌধুরী


চারদিকে দেখি শুধু ফুটেছে বসন্তের ফুল,
শিমুলগাছে কোকিল, টুনটুনি ডাকছে বুলবুল।
শিমুল গাছে কোকিল ডাকছে তার মধুর সুরে,
শিমুলের গাছে ফুটেছে ফুল দেখো বহু দূরে।
বসন্তের ঐই মৃদু হাওয়া বয়ছে বাংলার বুকে,
তাইতো আজ বাংলার মানুষ আছে অনেক সুখে।
সব পাখিরা মিলে আজ গাইছে বসন্তের গান,
পাখিদের ঐই গান শুনে জুড়ায় বাংলার প্রাণ।