তুমি কোন কালের ফুটেছো বসন্তে ফুল,
আমার দু নয়ন দিয়ে দেখেছি কি তা ভুল।
তুমি বসন্ত ফুল ফুটে থেকো নানান গাছে,
এই কারণে বসন্তে তোমায় এত সুন্দর লাগছে।
বসন্তে স্মরিয়া দিয়ো মোরে বসন্ত প্রেমের মালা,
তোমার দু বেলান হাতে পরাবো আমি হেমের বালা।
বসন্তে ফুটেছো বলে ডাকি মোর বসন্ত কুমারী,
তোমার রুপে রুপ দেখে প্রেম আগুনে মরি।
কোকিলের মতো যখন তুমি ডাকো মধু সুরে,
মন চায় না হেথায় থাকতে বহু দূরে।
তোমার দেহে বইছে যেন প্রেম যমুনার ঢেউ,
আমি ছাড়া তোমার লহর দেখে নাতো কেউ।