"ছন্দের রাজা "
জাকিরুল চৌধুরী


ছন্দের রাজা ছাদির ভাই
তাঁর তুলনা নাই,
যাহার মাঝে দেখতে পাই
তিনি ছাদির ভাই।
ছন্দ ভুবন ঘুরেন তিনি
এই মোদের আশা,
তাহার জন্য পাইনা খুঁজে
মোর মুখের ভাষা।
শূন্য দশকে মোরা পাইছি
ছাদির মতো কবি,
যিনি ছন্দের দেশের রাজা
আঁকেন প্রতিচ্ছবি।
ছন্দ নিয়ে করেন যিনি
ছন্দে করেন খেলা,
যিনি লিখেন সারাটা দিন
লিখেন সারা বেলা।
ছন্দের রাজা সবাই চিনে
ছাদির নামে কবি,
যাকে নিয়ে সবাই মিলে
আকেঁ তাঁহার ছবি।