ছড়া লিখি ছন্দে ছন্দে
ভালো শায়ের নই,
নানা'ন মানুষ নানা রকমের
কথা আমি শই।
জানি আমি নই শায়ের
তবুও লিখি ছড়া,
সেই ছড়া লিখতে লিখতে
জীবন মোর গড়া।
আমি কোনো কবি নয়তো
সাধারণ এক মানুষ,
ছড়া আমি লিখি বলে
হয় যে আমার দোষ।