ধন্য তোমার ছেলে
জাকিরুল চৌধুরী


আবার যদি হতো জন্ম
মোর ঐ মায়ের কুলে,
কি ভাগ্য মাগো তোমার
ধন্য তোমার ছেলে।
যেদিন তুমি থাকবেনা মা
কে করিবে আদর,
কোনদিন জানি মুখ থেকে
ওঠে যায় কদর।
মায়ের ডাক শুনতে মোর
লাগে বড়োই মধু,
যেদিন তুমি থাকবেনা মা
কাকে ডাকবো শুধু।
ধন্য মায়ের ধন্য ছেলে
যোতে ক'জনার ভাগ্যে,
তাইতো আমি ডাকি মাগো
আহ আহ আঘগে।