ফাগুন মানে
জাকিরুল চৌধুরী


ফাগুন মানে আগুন জ্বলে
সবার দিলে দিলে
ফাগুন মাসে আবার দেখো
শহীদ স্মৃতি মেলে।
ফাগুন মানে আমার দেশে
বৃক্ষে ফুটেছে ফুল
এই মাসে হয়েছে খালি
হাজার মায়ের কুল।
এই মাসে বাঙালি'র বক্ষে
বয়ে কষ্টে ঢেউ,
এই কষ্ট বাঙালি ছাড়া
বিদেশে জানে না কেউ।
ফাগুন মাসে ফুল ফুটেছে
শুধু শহীদে জন্য
বাঙালি আজ তাদের জানাই
আজ তারা ধন্য।  
ফাগুন মাসে কাঁদে যেন
হাজার মায়ের কুল
ফাল্গুন মাসে পথে ফুটে
তাজা রক্ত ফুল।