হেমন্তকালে কবির প্রাণে দেয় যে  সোনালী ঢেউ,
হেমন্তের সেই সোনালী খবর কবির ছাড়া দেখে না কেউ।
হেমন্ত কালে হেমন্তকে নিয়ে কবির আসা যাওয়া,
হেমন্তকালে কবি তার কবিতার মধু খুঁজে পাওয়া।
হেমন্তকে নিয়ে কবি করে রচনা রম্য,গদ্য, কবিতা,
হেমন্তকালকে কবি আকে তার কবিতার মধ্যে ছবিটা।
তাইতো কবি বারে বারে হেমন্তকে ফিরে চায়,
কবি করে কামনা হেমন্ত ফিরে যেন না আর যায়।