হেমন্তের গান
জাকিরুল চৌধুরী


বাংলার ঘরে এই মাসে
নব ধানের আগমন,
যখন দেখি কৃষকের মুখে
থাকে হাসি সারাক্ষণ।
নতুন চালে নতুন গুঁড়ি
বুনে রকম পিঠে,
সেই পিঠা খেতে মোদের
লাগে কতোই মিঠে।
হেমন্ত আসে মোদের কাছে
নানা ফল নিয়ে,
তাইতো কবি বলেছে এই
মাসকে বলে দিয়ে।
হেমন্তকে বলা হয়
সব মাসের রাজা,
চারদিকে ফুটে দেন ফুল
লাগে অনেক মজা।
এই মাসে মৌমাছি বসে
বুনে মধুর চাকে,
সেই মধুর গন্ধ লাগে
লাগে মোদের নাকে।