যাবার কালে দু চোখ যেন মিটমিট করে চায়,
সেই লোকটির এখন কোথাও সারা শব্দ নাই।
যাবার কালে ফিরে ফিরে কি জানি বলে,
বলছে যেন যাচ্ছি আমি তোমার থেকে চলে।
যাবার কালে দু চোখ থেকে ঝরছে বহু পানি,
না জানি বা যাবার কালে কষ্ট হচ্ছে কতোখানি।
যাবার কালে সবাই তাকে দেখতে আসবে এক নজর,
প্রাণ পাখি চলে গেলে কেউ তোমায় করবে না আর কদর।