জীবন তরী "
জাকিরুল চৌধুরী


জীবন নামে তরী দিলে
সুখ তো দিলে না,
জলের উপর চলছে তরী
খুঁজে কিছু পাই না।
সোনার জীবন হলো ধ্বংস
কি জানি র ছলে,
জীবন তরী গেলো ভেঙে
পাই না জীবন তলে।
জীবন তরী চলছে যেথায়
দাওনা সেথায় চলতে,
সেই তরী ধ্বংস হবে
মোমের মতো গলতে।
জীবন তরী যাও যে বেয়ে
পাবেনা কোনো কূল,
এই তরী দিয়ে তুমি
হবে না পার পুল।