যত্ন নেওয়ার আগে"  
জাকিরুল চৌধুরী
@@@@@@@@@@
  
চাঁদের মুখের হাসির মতো


ছিল মোদের সংসার,


যত্ন নেওয়ার আগে তাহা


ভেঙে যায় ধ্বংসার।


মা যে আমার ছিল  ঘরের


পূর্ণিমার চাঁদ,


তিনি চলে যাবার পরে মোদের


ঘরে হয়নি প্রভাত।


হারিয়ে ফেললাম সংসার


মোরা হারিয়েছি একটি তাঁরা,


হয়নি আদোও তাকে পাওয়া


হয়নি তাকে পারা।


পাষাণ হয়ে চলেগেছেন


মোদের একা করে,


যত্ন নেওয়ার আগে যেন সব  


কিছু মনে পরে।