"খালি ঘর"
জাকিরুল চৌধুরী
  
আছো মাগো আমায় ছেড়ে
কোথায় গেলে চলে,
আর কি পাবো মা তোমায়
দুনিয়া ঘোরে বলে।
শূন্যের খেলায় আছি মাগো
আমি বড্ড একা,
সেই যে গিয়ে ছিলে মা
আজো হয়নি দেখা।
লাগছে আজ ঘর খালি
কেমনে বলো থাকি,
স্বপ্ন যুগে মাগো তোমায়
আমি তোমায় ডাকি।
ঘরে যখন আসি মাগো
মন বসে না ঘরে,
সেই কথা মাগো আজ
শুধু মনে পরে।