"কিশোর কবি "
জাকিরুল  চৌধুরী
@@@@@@@@@
আমি কিশোর কবি আমি নবীন কবি,
এই সমাজের ন্যায় অন্যায় আঁকবো প্রতিচ্ছবি।
বুক ফুলিয়ে দেখাব খেলা অন্যায়ের বিরুদ্ধে,
যারা এই সমাজকে খাচ্ছে যে চুষে।  
আজ দেখাব কবির খেলা দেখাব কবির বল,
ওরা সমাজের হিংস্র পশুর দল।
সমাজকে চুষে আজ হয়েছিস প্রখর,
এই কথা আজ ছড়িয়ে দিবো আমি হয়ে খেচর।