একজন কবির কবিতা লিখা তার পেশা,
একজন কবি সকাল বেলা ঘুম থেকে উঠে
সকালে নাস্তা খেয়ে বের হয়,
একটি কবিতা লিখার জন্য।
কাঁদে ব্যাগ তার ভিতর কলম ও খাতা।
সে হাঁটতে হাঁটতে এক নিঝুম স্থানে বসে,
শুধু একটি কবিতা লিখার জন্য।
একজন কবিকে অনেক কিছুই ভাবতে হয়।
খেয়ে না খেয়ে সারা দিন কি,
যে কষ্ট করতে হয় শুধু মাত্র একটি
একটি ভালো কবিতা রচনার জন্য,  
আর অন্য দিকে তার সব সময় দাড়
হয়ে থাকতে হয়।  
তাকে নিঝঝমে গিয়ে প্রকৃতির সঙ্গে প্রেম ভালবাসা -
জমাতে হয় শুধু।
শুধু একটি কবিতার জন্য।