"খুশির দিন"  
জাকিরুল চৌধুরী
@@@@@@@@@@


  
বছর ঘুরে এলো খুশির দিন,
করবে পালন সবাই ঈদের দিন।
ঢাকা শহর হবে পাকা,
গ্রাম গঞ্জ থাকবে ঢাকা।
ধনি গরীব সবেই মিলে যাবে ঈদ গাহে,
সবাই মিলে নামাজ পড়তে আহে।
নতুন কাপড় পড়ে ঈদ গাহেতে যাই,
ঈদের নামাজ পড়তে চলো সখা ও ভাই।
এলো খুশির দিন,
এলো ঈদের দিন।
ঈদের ঐ শশী মামা উঠলো গগন পানে,
ত্রিযামা পোহালো সবাই খুশি মনে মনে।