✒ "লেখা লেখি " ✒
জাকিরুল  চৌধুরী

যখনি বসি পড়ার টেবিলে ভালো লাগে না ভাই,
শুধু মন যে কবিতা লিখতে বসতে চাই ।
লেখা লেখি করতে চায় মন,
সাহিত্য নিয়ে বসি সারাক্ষণ।
সবকিছুতে নিজেকে করি যে প্রয়োগ,
সাহিত্য চর্চায় নিজেকে করেছি আত্মনিয়োগ।
মিথ্যা বলেনি সখা ও ভাই,
নিজেকে গড়ে তুলতে চাই।
কলম যখন ধরেছি লিখব ন্যায়ের কথা,
কলম চলবে এই  লিখবে মানুষের ব্যথা।