মনে যে আমার মানে না ঢাকা শহরে থাকতে,
দু নয়ন কাঁদে শুধু বাড়ির দিকে যেতে।
যেতেও চাইলেও পারি না যেতে করি চাকরি রোজ,
বাড়ি থেকে আসলাম ভবে কেউ রাখে না খোঁজ।
টাকা পয়সা লাগে ভালো যেতে চাই বাড়ি,
বাড়ি ফেরা হবে একদিন প্রাণ পাখি যাবে ছাড়ি।
প্রাণ থাকিতে মনে হয় আর হবে না বাড়ি,
এই ভব ছেড়ে জানি জমাবো আকাশ পাড়ি।