অনেক দিন যাবত ধরে দেখি না মায়ের মুখখানি,
যখন মনে পড়ে বুক ভেসে যায় চোখের পানি।
আজ হল তিন মাস দেখি না জনম দুখীর চেহারা,
কত রাত্রি জেগে দিয়েছি মাগো তোমায় পাহারা।
হবে দেখা ঈদের ছুটিতে গেলে বাড়িতে,
এই মন যে মাগো মানে না তোমায় ছাড়া থাকিতে।
কত রাত্রি ঘুমের ঘরে মা মা বলে ডাকি,
তোমার থেকে আছি দূরে কবু যায় প্রাণ পাখি।
প্রাণ পাখিটি চলে গেলে আর হবে না মা দেখা,
সেদিন থেকে হয়ে যাব মা তোমার থেকে একা।