"মুক্তির গান"
জাকিরুল চৌধুরী
----------------
----------------
আজ আমরা মুক্তির গান গাই,
অনির্বাণ ক্লাব থেকে গান গেয়ে যাই ।
শোন পাখি শোন মাঝি সবার একে ,
আমরা মুক্তির গান শিখি দেখে দেখে ।
পাখিরা গান গায় আজ আমরা মুক্তি ,
তারা বসে কি করে এক যুক্তি ।
এখন বুঝি সব এক খালি খালি ,
খাচাঁর ভিতর ছিল এক পাখি ।
মনের শোখে গান গেয়ে যায় পাখি ,
আজ আমরা মুক্তি দিয়ে ডাকি ।
কি হবে আর মানুষ মানুষ দিয়ে ,
পাখি যদি মনের মতো হয়ে উড়ে।