নয়ন জলে
জাকিরুল চৌধুরী


নয়ন জলে ভাসছি আমি
নদীর মতো ঢেউ,
নয়ন জল হলো শুকনো
জানে নাতো কেউ।
চোখে এখন নেইতো পানি
আসে নাতো জল,
এই যে তুমি আমার সনে
করলে কেন ছল।
নয়ন জলে হচ্ছে শুধু
বিশাল বড়ো লহর,
আমায় ছেড়ে তুমি এখন
গড়লে নব শহর।
দুচোখ আমার কেঁদে কেঁদে
হয় যে দিশে হারা,
আজ তোমায় কে কাঁদাল
দেয়নি  কেহ সাড়া।