পল্লী গায়ের পল্লী ছেলে,
এলো আবার ঘরে ফিরে।
শহর জীবন ছেড়ে দিয়ে,
শহর জীবন কষ্ট লাগে।
নিঝুম রাতে মেঠো পথে,
একা একা যখন হাটে,
লাগে তখন বড়োই ভালো,
চারদিকে জ্বলছে আলো।