পল্লী জীবন


তুমি যদি পল্লী জীবন
ঘটতে যদি চাও,
শহর থেকে পল্লী গায়ে
ঘুরে দেখে যাও।
পল্লী জীবন সুখের জীবন
দেখো চেয়ে তুমি,
পল্লীর মতো নয়তো শহর
নেইতো কোনো ভূমি।
পল্লী গায়ে আছে দেখো
বুকে ভরা মায়া,
শহর জীবন নেইতো কোনো
পল্লীর মতো ছায়া।
তাই তো আমি বলি
শহর থেকে দূরে,
পল্লী গায়ে দেখলে যেন
মন শুধু যে ভরে।