রঙের মেলা
জাকিরুল চৌধুরী


রং দুনিয়া রঙের মেলা
করছো কত খেলা,
কেউ হবেনা সাথী তোমার
তোমার মৃত্যু বেলা।
একদিন তুমি হবে ধ্বংস
তোমার মৃত্যু দিয়ে,
তুমি আজ ভীষণ খুশি
দুনিয়া হস্তে পেয়ে।
একদিন তুমি হবে ধ্বংস
পাবেনা নদী তীর,
একদিন তুমি বাঁধবে যেন
নিজ আপন নীড়।