স্বাধীনতা দিবস
জাকিরুল চৌধুরী


যাদের জন্য পেয়েছি মোরা
লাল সবুজে দেশ,
স্বাধীন দেশে স্বাধীন মনে
উড়ায় নারী কেশ।
স্বাধীন দেশে স্বাধীন মানুষ
করছে দেখো খেলা,
দেশের জন্য জীবন দিতে
করে নাতো হেলা।
যাদের জন্য পেয়েছি এই
সুন্দর একটি দেশ,
আমার দেশের মতো নেই
কোথা মনোরম বেশ।
স্বাধীন দেশে স্বাধীন চেতা
জেগে উঠবে আজ,
বীরের মতো লড়ছে দেখো
নিত্য দিনের সাঁঝ।