শরৎ হাসি শরৎ হাসি
কে করেছে দান
তোমার হাসি দেখে যেন
জুড়ায় আমার প্রাণ।
ভাদ্র আশিন মিলে যেন
হয় শরৎ কাল
শরৎ হাসি দেখতে এল
নানা রকম দুলাল।
শরতের হাসি ভালোবাসি
চোখে মাখে কাজল
শরৎ হাসি চার দিকে
করে যেন ঝলমল।
একটু খানি পবন এলে
খাইযে কত ঢোল
চার দিকে ফুটেছে যেন
ধবল কাশফুল।