আমার ঘরের সুখের প্রদীপ যায় গো কবে নিবে,
মায়ের ছাড়া সেই ঘরে আলো কে জ্বালিয়ে দিবে।
তিমির ঘরে সুখরে প্রদীপ জ্বলছে মিটমিটিয়ে,
হেথায় এখন আঁধার ঘরে জ্বালাই আমি কি দিয়ে।
দেখো তোমরা দেখো সবে জ্বলছে ঘরে আলো,
আমার মায়ের মতো জগতে নেইকো ভালো।
হেমের চেয়ে দাম যে আমার ঘরের সুখের প্রদীপ,
খোদা তুমি করো গো হেথায় আমার ঘরে নসিব।