কবিতা
মহান নেতা
মোঃ এনামুল হক


মুজিব তুমি মহান নেতা
বাংলায় এসেছিলে,
পরাধীন থেকে বাংলাকে তাই
স্বাধীন করে দিলে।


মুজিব তোমার তীরের নিশানা
হয়নি লক্ষ্যভ্রষ্ট,
আজ বাঙালি স্বাধীন থাকে
পায়না মনে কষ্ট।


মুজিব তোমার মুখের কথা
হীরার চেয়ে ধার!
তোমার কথায় তাই কাটলো
পাকবাহিনীর ঘার।


মুজিব তুমি বিলিয়ে দিলে
নিজের জীবন খানা,
বাংলায় তবু হায়নার দল
বাঁধতে পারেনি দানা।


করে স্বাধীন মোদের দেশটা
হারিয়ে গেলে তুমি,
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
তোমায় আমরা মানি।