আবার যদি হতাম শিশু
খেতাম লুটোপুটি,
পুতুল বিয়ে দিতে গিয়ে
ভিজতো আঁখি দু'টি।


আবার যদি দোলন খেতাম
বাবার ঘাড়ে চড়ে,
ঘাড়ে চড়ার জন্য বাবা
ডাকতো যদি ভোরে।


আবার যদি মায়ের কোলে
ঘুম পাড়ানোর গানে,
মিছেমিছি নয়ন দু'টি
রাখতে পেতাম ভানে।


আবার যদি ফিরে পেতাম
অবুঝ শিশু কাল,
খিলখিলিয়ে হেসে যেমন
জমতো মধুর তাল।


স্বপ্ন হয়ে সে-সব এখন
বুকের ভেতর বাজে,
নয়ন জলে বক্ষ ভেজে
সকাল,দুপুর, সাঁঝে।


আগের মতোই চেষ্টা করি
হাসবো আমি শুধু,
তবু কেন বুকের মাঝে
আসে শত ধূ-ধূ?


মুখের হাসি কোথায় গেলো
বানের জলে ভেসে?
সুখগুলো আজ এমন করে
কেন ধূলায় মেশে?


তাই তো এখন আশায় থাকি
আমি সারাক্ষণ,
আবার যদি পেতাম ফিরে
আগের অবুঝ মন।